রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষার্থীদের মাঝে পৌর বৃত্তি প্রদান

রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষার্থীদের মাঝে পৌর বৃত্তি প্রদান করেছে গোদাগাড়ী পৌরসভা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় গোদাগাড়ী পৌরসভা চত্বরে বৃত্তি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও গোদাগাড়ী পৌর প্রশাসক ফয়সাল আহমেদের সভাপতিেেত্ব ।বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার রাজশাহীর উপপরিচালক জাকিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাঃ আব্দুল মানিক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সারওয়ার জাহান, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা হেলাল উদ্দীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এই ধরনের বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা তৈরি করে। বৃত্তির সঙ্গে বই ও ফলের গাছ দেওয়ার মধ্য দিয়ে শিক্ষা ও পরিবেশ সচেতনতার প্রতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে।
প্রধান অতিথি জাকিউল ইসলাম তার বক্তব্যে বলেন,শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের প্রতিভা বিকাশে সরকারি ও স্থানীয় পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। গোদাগাড়ী পৌরসভার এ উদ্যোগ প্রশংসনীয়
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোদাগাড়ী পৌর প্রশাসক ফয়সাল আহমেদবলেন, আমরা চাই আমাদের পৌর এলাকার শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয়, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ হোক। এ ধরনের বৃত্তি তাদের অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় দুই হাজার টাকার প্রাইজবন্ড, একটি সনদপত্র, দুটি বই ও দুটি ফলজ গাছের চারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















