কুড়িগ্রামে ৩৭টি পূজা মন্ডপ ঝুঁকিপূর্ণ, র‌্যাব ১৩ র প্রেসব্রিফিং

কুড়িগ্রামে ৯ উপজেলায় ৫৩৭টি পূজা মন্ডপে এ বছর দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে র‌্যাব ১৩র আওতাধীন ৩৮৩টি পূজামন্ডপের মধ্যে ৩৭টি পূজামন্ডপ ঝুঁকিপূণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে পূজা উদযাপনে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ১৩র এডিশনাল এসপি ও সদর কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসান।
শনিবার সকালে কুড়িগ্রামের দক্ষিণপাড়া সার্বজনিন দূর্গামন্দির পরিদর্শণ এবং দূর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা নিয়ে প্রেসবিফ্রিং এ এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি ফুল ও ফল উপহার তুলে দেন মন্দির পরিচালনা কমিটির হাতে।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দুলাল চন্দ কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ পরিষদের কুড়িগ্রাম জেলা সভাপতি সুভাষ চন্দ্র, উদয় শংকর চক্রবর্তী, সাংবাদিক শ্যামল ভৌমিক, টেলিভিশন সাংবাদিক ফোরাম আহবায়ক সাংবাদিক ইউনুছ আলী, সদস্য সচিব আশরাফুল হক রুবেলসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। তিনি এ সময় পূজা মন্ডপ ঘুরে ঘুরে দেখেন।