নরসিংদীতে ঘোড়াশাল রেলসেতুতে ট্রেনে কাটাপড়ে নারী নিহ*ত

নরসিংদীর পলাশের ঘোড়াশাল রেলসেতুতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সেতু পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রেলসেতু দিয়ে গাজীপুরের কালিগঞ্জ থেকে ঘোড়াশালের দিকে যাচ্ছিলেন অজ্ঞাত ওই নারী। ঘোড়াশালের কাছাকাছি পৌঁছার পর বিপরীত দিক হতে ঢাকাগামী একটি ট্রেনের নীচে কাটাপড়েন তিনি। খবর পেয়ে সেতুতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার তৎপরতা শুর করলেও তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করতে পারেনি বলে জানান নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ নাজিমুদ্দিন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন