যশোরের রাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

“টেকসই রূপান্তরের জন্য পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘বাঁওড় পর্যটন উৎস-২০২৫’ উদযাপিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় রাজগঞ্জ মুক্তমঞ্চে রাজগঞ্জ পর্যটন ক্লাবের আয়োজনে ও মনিরামপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে এ দিবস উদযাপিত হয়।

রাজগঞ্জে ‘বাঁওড় পর্যটন উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। রাজগঞ্জ পর্যটন ক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন লাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- রাজগঞ্জ পর্যটন ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মোঃ মুতাছিম বিল্লাহ।

নারকেল বাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক আসিফ শাহরিয়ার শিহাবের পরিচালনায় আরো বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মুতালিব গাজী, রাজগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, সম্মিলনী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মাওলানা মোঃ সেলিম জাহাঙ্গীর।

অবসরপ্রাপ্ত টিএন্ডটি কর্মকর্তা মোঃ আব্দুল মাজিদ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোঃ আব্দুস সাত্তার প্রমুখ। বক্তারা, অনুষ্ঠানের প্রধান অতিথির কাছে রাজগঞ্জের ঝাঁপা বাঁওড় ও বাঁওড়ের উপর নির্মিত ভাসমান সেতু এলাকা রাজগঞ্জকে একটি পর্যটন নগরি হিসেবে গড়েতোলার দাবী জানান।

সেই সাথে পর্যটকদের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ও বিনোদন সুবিধা উন্নত করার পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তুলার দাবী করেন। মুতাছিম বিল্লাহ তার বক্তবে, রাজগঞ্জে পর্যটন সম্ভাবনার বিভিন্ন কথা তুলে ধরেন। তিনি বলেন- রাজগঞ্জে আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম তার বক্তবে বলেন- রাজগঞ্জে, পর্যটন কেন্দ্র হয়েই আছে। এই পর্যটন কেন্দ্রকে আরো সৌন্দর্য্য ও উন্নয়ন করতে সরকারীভাবে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে।

এ অনুষ্ঠানে রাজগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, পর্যটন সংশ্লিষ্ট সুধী সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরআগের দিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজগঞ্জ পর্যটন ক্লাব বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এদিন সকালে বৃক্ষরোপন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, আলোকচিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র প্রর্শদনী করা হয়।