বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীতে শিশুর মরদেহ

বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মহাস্থান শীলা দেবীর ঘাট এলাকার করতোয়া নদীতে ডুবে শিশুটির মৃত্যু হয়।
মৃতঃ শিশু শাহাদাত হোসেন(৫) শীলাদেবীর ঘাট এলাকার ইকবাল হোসেন তারার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশু শাহাদাতের পরিবার ঐ এলাকায় ভাসমান অবস্থায় রাস্তার পাশে বসবাস করতো।
শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর সাইদুল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন