দুর্গাপূজা উপলক্ষে রোটারী ক্লাব অফ চাঁদপুরের হাজীগঞ্জের উদ্যোগে ময়দা চিনি বিতরণ

চাঁদপুর জেলার হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ময়দা ও চিনি বিতরণ করেছে রোটারী ক্লাব অব হাজীগঞ্জ। গত নবমী পূজার দিন রাতে হাজীগঞ্জ এইচটিসি রামকৃষ্ণ সেবাশ্রম পূজা মÐপ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ নবীন রহমান সভাপতিত্বে উক্ত কর্মসূচি টি শুরু হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব হাজীগঞ্জের আইপিপি রোটারিয়ান মানিক রায়, পৌরসভার সাবেক কমিশনার ফটিক কুমার সাহা, পিপি রোটারিয়ান (পিএইচএফ) গৌতম সাহা, পিপি রোটারিয়ান জাফর আহাম্মদ, পিপি রোটারিয়ান রুহিদাস বনিক, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান প্রাণ কৃষ্ণ সাহা মান।
কর্মসূচিতে প্রায় ২০০ দুস্থ ও গরিব পরিবারের মাঝে ময়দা ও চিনি বিতরণ করা হয়। বিতরণকালে বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক স¤প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি অনন্য উৎসব। সমাজে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই রোটারীর অন্যতম প্রধান লক্ষ্য। তাই উৎসবের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে এ ধরনের মানবিক কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
উপস্থিত বক্তারা আরও বলেন, রোটারী ক্লাব সবসময় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রমে সমাজের পাশে থাকবে। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই রোটারীর প্রকৃত সফলতা।
উল্লেখ্য, রোটারী ক্লাব অব হাজীগঞ্জ দীর্ঘদিন ধরে এলাকায় সেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের উদ্যোগে অসহায় মানুষের জন্য সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন