বগুড়ার শিবগঞ্জে সরকারি বাসায় মিললো ফার্মাসিস্টের মরদেহ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ২য় তলার বাসা থেকে ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার গুজিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ২য় তলার সরকারী বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মৃতঃ ফার্মাসিস্ট আব্দুল মতিন পিকে (৪০) এর বাড়ি রাজশাহী জেলার মোহনপুরে বলে স্থানীয়রা জানায়। সে গত ২ বছর যাবৎ ঐ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ছিলো।
পরে পুলিশ গিয়ে ফার্মাসিস্ট আব্দুল মতিন পিকের (৪০) মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গুজিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়া লাভলী আক্তার বলেন, ‘ফার্মাসিস্ট আব্দুল মতিন পিকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ২য় তলায় পরিবারসহ বসবাস করতো। কিছুদিন পূর্বে তার স্ত্রী রাজশাহীতে চাকুরী সূত্রে চলে যায়। আমি রোববার সকাল সাড়ে ৯ টার দিকে অফিসে গেলে গেট ভিতর থেকে বন্ধ পাই।
অনেক ডাকাডাকির পরেও ভিতর থেকে দরজা খোলা হচ্ছিল না৷ এমনকি ফোন দিলেও রিসিভ হচ্ছিল না। পরবর্তীতে আমি বিষয়টি অফিস কর্তৃপক্ষকে জানালে পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার মরদেহ দেখতে পায়’।
আব্দুল মতিন পিকের রান্নার কাজে সহায়তাকারী আমিরুল ইসলাম জানায়, মতিনের দীর্ঘ দিন থেকে হার্টের সমস্যা ও শ্বাসকষ্ট ছিল।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন বলেন, ‘এঘটনায় থানায় ইউডি মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে’।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




