লালমনিরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা পেলেন সরকারি সহায়তা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে আকস্মিক ঘূর্ণিঝড়ে কয়েকশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে বহু পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ঝড়ে টিন ও ইটের আঘাতে তিনজন আহত হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে টানা বৃষ্টির মাঝে আকস্মিক ঘূর্ণিঝড় শুরু হয়। অল্প সময় স্থায়ী হলেও এর তাণ্ডবে আধাপাকা ভবন ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়ে। এতে বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬) আহত হন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রুবেল বলেন, “মাঝারি বৃষ্টি চলাকালীন হঠাৎ ঝড় শুরু হয়। এতে টিনশেড ঘর, আধাপাকা বিল্ডিং ও গোডাউন ভেঙে যায়। ঘূর্ণিঝড়টি অল্প সময় স্থায়ী ছিল, তবে আরও বেশি সময় থাকলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হতো।”
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন জানান, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ জাকিয়া খাতুন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ সহায়তা হিসেবে ৩ মেট্রিক টন চাল, ২৫টি পরিবারকে নগদ ৩ হাজার টাকা করে এবং কিছু পরিবারকে শুকনা খাবার প্রদান করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন