বগুড়ার শিবগঞ্জে আ’লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া মামলায় গ্রেপ্তার-২১, আতঙ্কে সাধারণ মানুষ

বগুড়ার শিবগঞ্জে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিজাকুল রহমান রাজুকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে নারী পুরুষের গ্রামছাড়া হয়েছে।
গ্রেপ্তার আসামীদের সোমবার দুপুরে আদালতে প্রেরণা করা হয়েছে। থানার সূত্রে জানা যায়, সরকারী কাজে বাঁধা ও আসামীকে হাতকড়াসহ পালাতে সহায়তাকারী ১১জন নারী ও ১০জন পুরুষকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া নারী ও পুরুষরা হলেন, শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার চকভোলাখাঁ গ্রামের সাইফুল (৪২), কাবাসি (৪৫), মাহাবুর (৪৮), বাপ্পি হাসান (২৭), জাকির (৩০), শরিফুল ইসলাম (২৮), আব্দুল বাকি (৪০), শহীদ হোসেন (৩৭, আপেল (২৮), রফিকুল ইসলাম (৪৮), মোছাঃ পারুল (৩৮), রাফিয়া (১৯), রেবেকা (৩০), স্বপ্না (৪০), খাজিদা খাতুন (২২), আসমা (৩০), আসমা খাতুন (৩৫), মোছাঃ রুমী (৩৮), আয়শা (৩৯), ও মাহাতাব উদ্দিন (৪৫)।
সরেজমিনে সোমবার দুপুরে চকভোলাখাঁ গ্রামে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানায়, রাজু কান্ডে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে ১৫০-২০০জন তাই গ্রেপ্তার আতঙ্কে গ্রামের নারী পুরুষেরা গ্রাম ছেড়ে চলে গিয়েছে। আমরা যারা আমরা যারা আছি তারাও আতঙ্কে রয়েছি। পুলিশের কাছে গ্রামবাসীদের দাবী সাধারণ মানুষকে যেন হয়রানি করা না হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, ‘হাতকড়াসহ পলাতক আ’লীগ নেতা রাজুকে ধরতে অভিযান অব্যহত রয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২১জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন সাধারণ মানুষকে কোন হয়রানি করা হবেনা’।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শিবগঞ্জ থানা পুলিশ হাতকড়াসহ পলাতক আসামি রাজুকে গ্রেপ্তার ও হাতকড়া উদ্ধার করতে পারেনি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন