অবশেষে বগুড়ার শিবগঞ্জ থানার এসআই মামুন প্রত্যাহার

বগুড়ার শিবগঞ্জে হাতকড়াসহ আওয়ামীলীগ নেতাকে গ্রামবাসী কর্তৃক ছিনিয়ে নেওয়া ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এসআই আল মামুনকে শিবগঞ্জ থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে বগুড়া জেলার পুলিশ সুপার জেদান আল মুসা স্বাক্ষরিত এক আদেশে তাকে শিবগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।একই সাথে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান নিশ্চিত করেছে।

উল্লেখ্যঃ গত ৪ অক্টোবর আ’লীগ নেতা রিজ্জাকুল রহমান রাজুকে হাতকড়া পরিয়ে গ্রেফতারের সময় তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শিবগঞ্জ থানার ২০ জনের নাম উল্লেখ ও ১৫০-২০০জন অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

ইতোমধ্যে পুলিশ ওই ঘটনায় ২২ জনকে গ্রেফতার করেছে। ঘটনার পর থেকেই দায়িত্বে অবহেলা ও ঘটনার সময় উপস্থিত থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তে জেলা পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে।