ছয়দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, স্থবির টিকাদানসহ মৌলিক স্বাস্থ্যসেবা

বেতন বৈষম্য নিরসনসহ ছয়দফা দাবিতে সারাদেশের ন্যায় যশোরের মনিরামপুরেও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন করছে। গত ১ অক্টোবর থেকে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএএ) উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে পূর্ণাঙ্গ কর্মবিরতি।

স্বাস্থ্য সহকারীর এই আন্দোলনে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা, বিশেষ করে রুটিন টিকাদান কর্মসূচি (ইপিআই) ও অন্যান্য জনস্বাস্থ্য কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষার ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে।

রবিবার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মনিরামপুর উপজেলা শাখা সমাবেশ করে। সংগঠনের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সংগঠনের নেতা কামরুজ্জামান, বেলাল হোসেন, রাশিদা খানম, কামরজ্জামান, মহিতোষ মন্ডল, আশিকুর রহমান, মোস্তাফিজুর রহমান।

হাবিবুর রহমান, আবু হাসান, তৌহিদুর রহমান, বাপন মিত্র, নাসরিন নাহার, নিশাত ফৌজিয়া, মঞ্জুর রাহী, জাহিদ হোসেন, সঞ্জয় কুমার বসু, রোকনুজ্জামান, সুচিত্রা বিশ্বাস, রাহিমা খাতুন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন- আমাদের ন্যায্য দাবীগুলো হলো- নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোজন করা, স্বাস্থ্য সহকারীদের পদটিকে ১৪তম গ্রেডে উন্নীত করা, ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) প্রশিক্ষণ সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেড প্রদান করা।

কাজের প্রকৃতি বিবেচনা করে টেকনিক্যাল (কারিগরি) পদমর্যাদা নিশ্চিত করা, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান: পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের বাধা ছাড়াই ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, বেতন বৈষম্য দূর করা।

আন্দোলনকারীরা বলেন- দাবি আদায়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়া না হলে এই কর্মবিরতি অনির্দিষ্টকাল ধরে চলবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন- দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার চালিকাশক্তি এই স্বাস্থ্য সহকারীদের দাবিগুলো দ্রুত আমলে নিয়ে মানবিক দিক বিবেচনা করে বাস্তবায়ন করার জন্য। অন্যথায়, চলমান গণ-আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে।