লালমনিরহাটের হাতীবান্ধায় ৬১ বিজিবির ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। মঙ্গলবার সকালে উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, চিড়া, তেল, আলু ও পেঁয়াজ বিতরণ করেন। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)অধিনায়ক কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি বলেন, সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক বিজিবি। দেশের সীমান্ত রক্ষা ছাড়াও যে কোনো দুর্যোগ ও বিপর্যয়ে জনগণের পাশে থেকে অসহায় ও দু:স্থদের সহযোগিতা করে আসছে বিজিবি।

গত দু’ দিন ধরে তিস্তার বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ত্রাণ সহযোগিতার পাশাপাশি চিকিৎসাসেবা ও প্রদান করা হয়েছে। সীমান্তে নিরাপত্তার পাশাপাশি ভবিষ্যতে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।