নেত্রকোণায় থানার পাশে মুদি ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

নেত্রকোণার মোহনগঞ্জে থানার পাশে বসুন্ধরা মোড় নামক স্থানে এক মুদি ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ৯ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় হত্যাকান্ডের শিকার ব্যক্তি নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। তিনি থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে একটি মুদি দোকান পরিচালনা করতেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।ভালো ও শান্ত প্রকৃতির মানুষ হিসাবে তার এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে। এমন মানুষের নির্মম হত্যাকান্ডে স্তম্ভিত এলাকাবাসী। থানার খুব কাছেই এমন হত্যাকান্ডের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

হত্যাকান্ডের কিছুক্ষণ পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।সন্দেহজন একজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়েছে পুলিশ। একই সঙ্গে আশপাশের বিভিন্ন দোকানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন যে, তাদের সহযোগীয় ময়মনসিংহ থেকে ক্রাইমসিন টিম এসে লাশের ডিএনএ প্রোফাইল ফিঙ্গার প্রিন্ট নিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হযেছে। এ ঘটনায় পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন ওসি আমিনুল ইসলাম।