লালমনিরহাটের হাতীবান্ধায় প্রবীণ দিবস পালিত

লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞার সভাপতিত্বে আয়োজিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, জামায়াত নেতা হাবিবুর রহমান সাতা ও আসাদ মোসাভী আসাদ ও সাংবাদিক কাজী আলতাব হোসেন প্রমুখ।
প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো, “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো
সযত্নে তোমায় রাখবো আগলে।”

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন