আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে গৌরীপুরে ছাত্রদলের দোয়া মাহফিল ও আলোচনা সভা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার বাদ যোহর গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করে সংগঠনটি। গৌরীপুর সরকারি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ এহসানুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন।

গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুর ৬ বছর পেরিয়ে গেলেও হত্যায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার ও বিচারের রায় কার্যকর না হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অতিদ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি,।

গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহীন আলম বলেন, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আবরার ফাহাদ যে দেশপ্রেমের উদাহরণ রেখে গেছেন, তা আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা তার আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো,।

আলোচনা সভায় বক্তব্য দেন, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান সিয়াম, দপ্তর সম্পাদক আলম খান, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ ভূঁইয়া।

ইসলামাবাদ ফাজিল মাদরাসা শাখা ছাত্রদলের সভাপতি মো. রিফাত হাসান, গৌরীপুর বিএম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন অহি, ছাত্রদল নেতা শাকিব মাহমুদ ইমন, বিপ্লব হাসান, নাসিম আকন্দ, কাইয়ুম ইসলাম, হৃদয়, মেহেদি হাসান প্রমুখ।