শ্রমিকদের জাগরণে কুড়িগ্রামে শ্রমিকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রমিকের ঘামেই দেশের অর্থনীতি এগিয়ে যায়,তাদের সম্মান, অধিকার ও মর্যাদা রক্ষাই আমাদের অঙ্গীকার-এ প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে সদর উপজেলা লোড- আনলোড এবং কুলি সহ সকল শ্রমিকদের জাগরনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি’ কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল।
সভাপতিত্ব করেন শ্রমিক নেতা নূরে আলম সিদ্দিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব, সাবেক জেলা বিএনপির সদস্য আব্দুল জলিল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপি আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, শ্রমিক নেতা মতিয়ার রহমান, মোঃ রিজন সরকার, মোঃ আজিজুল ইসলাম, মোঃ রিপন আহমেদ, ফুলবাবুসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শ্রমিকদের অদিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে আজকের আলোচনা নতুন দিগন্ত উন্মোচন করবে।আমরা সবাই আগামীতে ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে কাজ করবো ইনশাআল্লাহ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন