বগুড়ার শিবগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় সাদুল্যাপুর কালিতলা মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ” Pesticide Risk Reduction in Bangladesh Project (DAE) এর আওতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান।
উপ-সহকারী কৃষি অফিসার রাশেদুন্নবী’র সঞ্চালনায় ও স্থানীয় কৃষক বিশ্বনাথ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মোহাম্মদ আপেল মাহমুদ।
বৈঠকে বক্তারা কীটনাশকের ক্ষতি, মানবদেহে প্রভাবসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং কীটনাশকের প্লাস্টিক ও কাচের বোতল ব্যবহারের পর ধ্বংস করার জন্য পরামর্শ প্রদান করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন