মঠবাড়িয়ায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলা সাক্ষাৎকারের ১ম পর্ব প্রদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) শামীম মিয়া মৃধার আয়োজনে সাক্ষাৎকারটি প্রদর্শন করা হয়।
প্রদর্শন অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন বেতমোর রাজপাড়া ইউনিয়ন বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খলিলুর রহমান,ডাঃ মোঃ দুলাল হোসেন,ফরিদ আহমেদ,যুবদল নেতা নুরুজ্জামান পার্থ,সাবেক ছাত্র নেতা শফিকুল ইসলাম সোহেল, তারেক রহমান, রাসেল গাজী,নোবেল গাজী প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) শামীম মিয়া মৃধা। তিনি বলেন,তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকারের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এ সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতা প্রকাশ পেয়েছে।এজন্য সাধারণ মানুষকে বড় পর্দায় এটি দেখার সুযোগ করে দিয়েছি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন