পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আলম হাওলাদার (৭০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছিনতাইকারী ও মাদকাসক্ত দুর্বৃত্তরা । নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।
১৯ অক্টোবর (রবিবার) রাত সাড়ে ১০ টায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে । পুলিশ এ পর্যন্ত ৩ জনকে আটক করেছে। এরমধ্যে গ্রেপ্তারকৃত রাজু নিহত ওই ব্যবসায়ীর চাচাতো ভাতিজা। একই উঠানের ওপর তাদের বাড়ি।
জানা গেছে,হত্যাকান্ডের শিকার ওই বৃদ্ধ এলাকায় ছোট দোকান চালানোর পাশাপাশি সুপারির ব্যবসা করতেন। ঘটনার সময় আসামীরা টাকা ছিনতাই করে নেওয়ার জন্য রাতে বাড়ির ফেরার পথে তার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার চেষ্টা চালায়।এ সময় তিনি বাধা দিলে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়।ধারালো ছুরির আঘাতে হত্যার সাথে জড়িত রাজুর একটি আঙুলের কিছুটা কেটে যায়। এতে তার বাড়ি পর্যন্ত রক্ত পড়তে পড়তে আসে।স্থানীয়রা এ রক্তের চিহ্ন দেখতে দেখতে রাজুর বসত ঘরের সামনেও রক্ত পড়ে থাকতে দেখে।তখন এলাকাবাসী ঘরের চারপাশ ঘিরে রেখে পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে এসে রাজুকে আটক করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন