নওগাঁর পত্নীতলায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নওগাঁর পত্নীতলায় কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা কৃষি চত্বরে ৬ হাজার ৬৩০ জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুজ্জামান মিলন।
এ সময় বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ পারভেজ মোশারফ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৬হাজার ৬৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।
প্রথম ধাপে সরিষা ৫হাজার ৫শত জন ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে গম, মসুর, মুগ, সূর্যমূখী, চীনাবাদাম, পেঁয়াজ বীজ বিতরণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন












