নাম ফলক ভেঙ্গে দোকান করার পাঁয়তারা
নেত্রকোণার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের হাটশিরা বাজারে মেইন রাস্তার পাশ্বে নাম ফলক ভেঙ্গে দোকান করার পাঁয়তারা করছে বলে স্থানীয়দের অভিযোগ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সরজমিন গিয়ে দেখা যায়, বিগত সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আমলে বাজার উন্নয়ন করে ও মেইন রাস্তার পাশ্বে নাম ফলক বড় করে ইট দিয়ে করা হয়। যা হাটশিরা গ্রামের মৃত আকুমিয়ার ছেলে খোকন মিয়া রাতের আঁধারে নাম ফলক ভেঙ্গে জায়গা পরিস্কার করে দোকান ঘর নির্মাণ করার পাঁয়তারা করছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি রহিছ উদ্দিন তালুকদার বলেন, বিগত জোট সরকারে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের আমলে হাটশিরা বাজারে রাস্তার পাশ্বে ইট দিয়ে নাম ফলক তৈরি করা হয়।
যা পলায়ন সরকারে সময়ও ভালো ছিল। কিন্তু এখন রাতের আঁধারে ভেঙ্গে দোকান করার পাঁয়তারা করছে। বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে খোকন মিয়ার সাথে কথা বলতে চাইলে তিনি মোবাইল ফোন রিসিভ করে কথা না বলে এড়িয়ে যান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




