ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে নিশ্চিতকরণে আলোচনা সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে নিশ্চিতকরণে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের গুরুত্ব আরোপ, কেন্দ্র কমিটি গঠন ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন, জনস্পৃক্ততা বৃদ্ধি এবং দলকে নির্বাচনমুখী করতে ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার কোনাপাড়া কদমতলি বাজারে গৌরীপুর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও ১৪৭, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিয়ে তা বাস্তবায়ন করতে হবে। ৩১ দফার ভিতরে আগামীর বাংলাদেশ বিনির্মাণের সমস্ত বিষয় রয়েছে।

৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আব্দুল্লাহ খান ও ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কামাল হোসেন পুতুলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মন্ডল, মোঃ শাহজাহান সিরাজ, গৌরীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ, মোঃ গোলাম মোস্তফা।

উপজেলা বিএনপি’র সদস্য মোঃ আব্দুল মান্নান তালুকদার, মোঃ হুমায়ুন কবির খান, আব্দুল মোতালেব, বিএনপি পৌর কমিটির সদস্য শেখ মোঃ বিপ্লব, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন বকুল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহীদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহজাহান কবির আকন্দ সুমন, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন রুবেল খান পাঠান, ইউনিয়ন বিএনপি নেতা বকুল মিয়া, রিপন মিয়া প্রমুখ।