জয়পুরহাটের পাঁচবিবিতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস’ ২৫ পালিত হয়েছে।

(১ নভেম্বর) শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস আয়োজিত এ দিবসের সুচনাতে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ চত্তরে র‍্যালী প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অননুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোশাররফ হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মাহবুবুর রহমান প্রধান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, বিআরডিবির চেয়ারম্যান প্রভাষক সাইদুর রহমান।

উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জামায়াতে ইসলাম পাঁচবিবি পৌর সেক্রেটারি গোলাম রব্বানী, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী, তেলিহার আশ্রয়ন প্রকল্পের সদস্য নাসির , আশার আলোর সদস্য আবু তালেব, বহরমপুর পানি ব্যবস্হাপনা সমিতির সেক্রেটারির জয়নাল আবেদিন , ও মহিলা বেগম প্রমূখ।

বক্তাগন পাঁচবিবিতে নিস্ক্রিয় সমবায় সমিতি গুলোকে গতিশীল করে সমবায়ের সুফল জনগনের দ্বারগোড়ায় পৌঁছে দিবার আহবান জানান।