লালমনিরহাটের হাতীবান্ধায় বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ মোটরসাইকেল আটক
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ সিংগীমারী বিওপির টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মোটরসাইকেলসহ ১০ বোতল ফেন্সিডিল আটক করেন।যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা।
বিজিবি জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সিংগীমারী এমপির বাগান নামক এলাকায় অভিনব কায়দায় মাদক পরিবহনকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল রেখে চালক পালিয়ে যায়।
পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশী করে সীট কাভারের নিচে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




