ময়মনসিংহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ৩ নভেম্বর (সোমবার)উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার এবং পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,ময়মনসিংহ অঞ্চল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানসমূহ জেলা ও উপজেলা পর্যায়ে অংশ গ্রহণ করেন শ্রেষ্ঠ নির্বাচিতরা। মাধ্যমিক স্তরের নির্বাচিত ১২ টি প্রতিষ্ঠান ও উচ্চমাধ্যমিক স্তরের ১২ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিলেন।
তাদের মধ্যে হতে মাধ্যমিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত হয়।১ম স্থান অর্জনকারী প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা,২য় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা এবং ৩য় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন

















