সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সড়ক দূর্ঘটনারোধে প্রচারণা

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী স্কুল, কলেজ ও মাদ্রাসায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা প্রচারণা শুরু করেছে।

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি ও কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এর অংশ বিশেষ বৃহস্পতিবার (৬ নভেম্বর ‘২৫) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের অদূরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রচারণা সভায় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মশিউর রহমান, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু, সহকারী শিক্ষক আলতাফ হোসেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক।

প্রচারণা সভায় বক্তরা উপস্থিত ছাত্রদের সড়ক দুর্ঘটনার রোধকল্পে পথে চলাচলের উপর উপর ও ট্রাফিক সাইনসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। প্রচারণা সভা শেষে উপস্থিত ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।