লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকসহ মাদক কারবারি আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী আইসিপি দিয়ে ভারতীয় ট্রাক ড্রাইভার কর্তৃক ফিরতি পথে চোরাচালানী মালামাল পরিবহনকালে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকসহ আসামী আটক করা হয়েছে।
বিজিবি জানান, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ বুড়িমারী আইসিপি দিয়ে ভারতীয় ট্রাক ড্রাইভার কর্তৃক ভারতীয় ট্রাক বাংলাদেশ হতে পাথর আনলোড করতঃ ভারতে ফেরত যাওয়ার প্রাক্কালে বিজিবির তল্লাশীতে চোরাচালানী মালামালসহ ভারতীয় চালক সমীর পাল, পিতা-গৌরঙ্গো পাল, গ্রাম+পোষ্ট-চেংড়াবান্ধা, থানা-মেকলিগঞ্জ, জেলা-কুচবিহার, ভারতকে আটক করা হয়।
আটককৃত আসামী ও মালামাল পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি আরো জানায়, আটককৃত (ট্রাকের মূল্য-৪৫,০০,০০০/-টাকা এবং জব্দকৃত মালামালের মূল্য-১২,৪৫,৮০০/-টাকা) সর্বমোট সিজার মূল্য-৫৭,৪৫,৮০০/-টাকা (সাতান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশত টাকা)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




