খাগড়াছড়ির মহালছড়িতে বজ্রপাতে অগ্নিকান্ড, ২৩টি দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা বাজারের বজ্রপাতে অগ্নিকান্ডের ২৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। মহালছড়ি বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে নিয়মিত চলমান ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান।

বুধবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধরনা করছে স্থানীয়রা।

প্রত্যক্ষদশী ও স্থানীয়দের ভাষ্যমতে, গতরাতে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। রাত সাড়ে ১২টার বিকট শব্দে বজ্রপাতের পরপরই বাজারে আগুন দেখা যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে মহালছড়ি জোনের সেনাবাহিনী স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

এসময় উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল নাফিজ ইমতিয়াজ পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রায়হান।

খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিস কর্মীরা রাত পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে পৌছে ভোর ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান সমপুর্ন পুড়ে ছাই হয়ে যায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো; জাকের হোসেন জানায়, আগুন লাগার সময়ে বাজারে সব দোকান বন্ধ ছিল। এছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল।

ধারণা করা হচ্ছে, বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। তবে, অগ্নিকান্ডের সময় ভারী বর্ষণ অব্যাহত থাকায় আগুন দ্রæুত ছড়িয়ে পড়েনি। অন্যথায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তো।

মহালছড়ি বাজার ব্যবসায়ীদের দাবি আনুমানিক ২৫কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন।