যশোরের রাজগঞ্জে এক রাতে ৮ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, মহাদুশ্চিন্তায় কৃষকরা

যশোরের মনিরামপুর উপজেলার একটি বিল থেকে এক রাতে ৮টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের স্বরুপদাহ বিলের মাঠে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক শরিফুল ইসলাম সহ কৃষকরা এ চুরির ঘটনায় মনিরামপুর থানায় অভিযোগ দিয়েছেন।

ক্ষতিগ্রস্থ কৃষক শরিফুল ইসলাম জানান- খেদাপাড়া পূর্বপাড়া গ্রামের কৃষক রবিউল ইসলাম, সাজ্জাদ, তাইনুর, বাশার, মুকরাম, আব্দুর রহমান ও সালাম এরা সবাই কৃষক। এদের ৮টি ট্রান্সফরমার স্বরুপদাহ বিল থেকে চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

এই কুষকেরা সবাই স্বরুপদাহ বিলের মাঠের চাষী। তিনি জানান- চুরি হওয়া ট্রান্সফরমারগুলো ২৫ কেভি। স্বরুপদাহ বিলের মাঠের কৃষকরা সেচের কাজ চালাতেন এই ট্রান্সফরমারের সাহায্যে। এই ট্রান্সফরমারগুলো চুরি হওয়ায় এখন সামনের আমন মৌসুমের সেচ নিয়ে মহাদুশ্চিন্তায় রয়েছি আমরা।

এছাড়াও তিনি আরো জানান- একই বিল থেকে কালিপূজার রাতে একই রাতে ৩টি ট্রান্সফরমার চুরি হয়েছিলো। স্থানীয় ইউপি সদস্য মোঃ রাজু আহমেদ এই চুরির ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর খেদাপাড়া অভিযোগ কেন্দ্রের লাইনম্যান মোঃ নাজমুস শাহাদাত বলেন- বিষয়টি রাজগঞ্জ অফিসে এবং প্রশাসনকে জানানো হয়েছে।

তিনি আরো বলেন- প্রতিনিয়ত যেভাবে চুরি হচ্ছে, তাতে আমরা খুব সমস্যায় আছি।

মনিরামপুর থানার ওসি (তদন্ত) মোঃ বদরুজ্জামান বলেন- চুরির ঘটনা শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনাই। তবে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগ পেলে আইনগক ব্যবস্থা নেওয়া হবে।