বিএনপি আলোচনায় বসতে রাজি হয়নি

গণভোট জাতীয় নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা কী হবে—এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ মতামত জানাতে বলেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এই ইস্যুতে বিএনপি আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

শনিবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, আমরা বিএনপির মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। তারা বলেছেন, আমাদের সঙ্গে আলোচনায় বসবেন না। আমরা যেকোনো সময় আলোচনায় বসতে রাজি আছি। প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলকে আলোচনায় বসতে উদ্বুদ্ধ করব।

তিনি বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা জামায়াত চাপিয়ে দিচ্ছে না। এটা সরকারের প্রতিশ্রুতি। জুলাই সনদ আর সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া আলাদা। বাস্তবায়নের ওপর কোনও সাক্ষর হয়নি। সরকার সেই উদ্যোগ নেয়ার কারণেই বিরোধ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, একই দিনে গণভোট হলে অনেক সমস্যা হবে। ভোটের দিন অনেকে প্রভাব বিস্তার করে। সেখানে সনদ উপেক্ষিত হবে। অনিয়মের কারণে ভোট স্থগিত হলে কি হবে? আর ডাবল ভোট হলে সময় বেশি লাগবে এবং কাস্টিং কম হবে। এ সময় প্রেশারগ্রুপ হিসেবে নয় জামায়াত জনমতের জন্য আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি।