চাঁদপুরের হাজীগঞ্জের ভাউরপাড় শ্রীরামকৃষ্ণ মন্দিরে ৭ম বৎসরের গীতাযজ্ঞ অনুষ্ঠিত

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্তব্যপুর দক্ষিণ ইউনিয়নের ভাউরপাড় গ্রামে অবস্থিত শ্রীরামকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে শুক্রবার (৭ নভেম্বর) দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে ৭ম বৎসরের গীতাযজ্ঞ অনুষ্ঠান।
প্রতিবছরের ন্যায় এ বছরও “বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে” এই গীতাযজ্ঞের আয়োজন করা হয়। ভোর থেকেই স্থানীয় ভক্ত ও দূরদূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মানুষ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হতে থাকেন। দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, হোমযজ্ঞ, ভক্তিসঙ্গীত পরিবেশনা ও মহাপ্রসাদ বিতরণ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লার লালমাই মহাতীর্থ চন্ডী সেবাশ্রমের মহারাজগণ। তাঁদের সুনিপুণ পাঠ ও উপদেশে ভক্তরা আত্মিক শান্তি ও ভক্তির অনন্য আবহ অনুভব করেন। অনুষ্ঠান শেষে ধর্মীয় উপদেশে বক্তারা বলেন, “গীতা পাঠ কেবল ধর্মীয় অনুশীলন নয়, এটি মানবতার দীক্ষা দেয়, সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব স্থাপনের পথ দেখায়।”
গীতাযজ্ঞ অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিলেন মন্দির কমিটির সভাপতি গনেশ আইচ। তিনি বলেন, “প্রতি বছর আমরা এই গীতাযজ্ঞের আয়োজন করি সকল ধর্মপ্রাণ মানুষের মধ্যে ঐক্য, ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে। স্থানীয় জনগণের সহযোগিতা এবং ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”
অনুষ্ঠানে হাজীগঞ্জ ও ফরিদগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত অংশ নেন। নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুরা সবাই আনন্দঘন পরিবেশে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভক্তদের জন্য দিনব্যাপী মহাপ্রসাদ বিতরণ করা হয়, যা গ্রহণ করেন উপস্থিত শতাধিক মানুষ।
গীতাযজ্ঞ উপলক্ষে পুরো মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ভক্তদের উপস্থিতিতে এলাকা পরিণত হয় এক ধর্মীয় উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠান শেষে আয়োজকরা সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী বছর আরও বৃহত্তর পরিসরে গীতাযজ্ঞ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















