আ’লীগ নেতা শওকত চেয়ারম্যানের নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাক প্রতিবন্ধী শিশু সন্তানসহ এক গৃহবধুর উপর হামলার অভিযোগ উঠেছে ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূ সীমা বেগম (৩২) ও তার সাত বছরের বাক প্রতিবন্ধী ছেলেকে স্বজনরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সীমা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, কানে তিনটি সেলাইও দিতে হয়েছে।

চিকিৎসাধীন সীমা বেগম জানান, আগের দিন বিকেলে তার স্বামীর সঙ্গে খেলার মাঠে স্থানীয় কয়েকজনের ঝগড়া হয়। ওই ঘটনায় এক ব্যক্তি আহত হন। এর জের ধরে রাতে স্থানীয় মেম্বর মোবারক হোসেন কয়েকজনকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। সীমার চিৎকারে তারা সরে যায়।

তবে পরদিন সকালে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শওকত আলী, যিনি ২০২১ সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচিত হন, নিজে উপস্থিত থেকে তার সহযোগীদের নিয়ে আবারও সীমার বাড়িতে হামলা চালান। তারা লাঠি দিয়ে বেপরোয়া মারধর করে সীমা বেগম ও তার শিশুপুত্রকে আহত করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত শাকির হোসেন জানান, মা-ছেলেকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। শিশুটির মাথায় এবং মায়ের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।