শেরপুর সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শেরপুর সরকারি কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু এবং সাধারণ সম্পাদক মো. নাঈম হাসান উজ্জ্বল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মোট ৩১ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল কোরাইশী এবং সাধারণ সম্পাদক হয়েছেন রায়হান ইসলাম রাব্বি। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সম্রাট আহমেদ সিহাব। কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নারী শিক্ষার্থী নিতামনি আক্তার নীরাকে রাখা হয়েছে।

সহ-সভাপতি পদে রয়েছেন সিরাতুল জান্নাত সিয়াম, জাকারিয়া হোসেন জাকির, কাওসার আজাদ (অর্নব), মাহবুব হোসেন হৃদয়, মেহেদী হাসান মিশাদ, সাদাত হোসেন শাকিল এবং আলি হাসান।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন রিয়াদ আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জিহাদ তালুকদার, সোহেল রানা, মো. অনন্ত হৃদয়, ফারদিন ওয়াফি লাবিব, নূর হোসাইন হানিফ, মো. আশিক রানা, শামিম চৌধুরী, মো. রামিম, আরাফাত হোসেন, ফাহিম হোসেন রেফাজ এবং মেহেদী হাসান মিলন।

এছাড়া অন্যান্য সম্পাদক পদে রয়েছেন প্রচার সম্পাদক তামিম আল হাসান সিদ্দিকী (ধ্রুব), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সিরাতুল জান্নাত সিয়াম, ছাত্রী বিষয়ক সম্পাদিকা মোবাশশিরিনা আক্তার শোভা এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম সূর্য। সদস্য হিসেবে রাখা হয়েছে দিবাণিতা, ইশরাতুল জান্নাত সুইটি, রাতুল রহমান সূর্য এবং জীম হাসান মাহিমকে।

এ বিষয়ে শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈম হাসান উজ্জ্বল বলেন, “দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে ২০২৪ এ স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ আমাদের জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল প্রতিটি অর্জনের সাথেই ছাত্ররাজনীতি ওতোপ্রোতো ভাবেই জড়িয়ে আছে। নতুন নেতৃত্ব তৈরির জন্য মেধাবীদের রাজনীতিতে আসতেই হবে। তাই দেশের হাল ধরার জন্য প্রস্তুত হতেই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও আমি আশা করি দলের গতিশীলতা বৃদ্ধি করতে এই ছাত্ররাই ভূমিকা রাখবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে জেলা ছাত্রদল দপ্তরে জমা দিতে হবে।