ময়মনসিংহের গৌরীপুরে হামলা-ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় যুবদলের সংবাদ সম্মেলন

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি’র দলীয় সমাবেশকে ঘিরে রবিবার (৯ নভেম্বর) উপজেলা সদরে দফায় দফায় সংর্ঘর্ষ, হামলা-ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ উত্তর জেলা শাখা সংবাদ সম্মেলন করেছে।

সোমবার বিকেলে উপজেলা যুবদল কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি মোঃ শামছুল হক (ভিপি শামছু)।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, বিএনপির সমাবেশকে ঘিরে বিএনপি মনোনীত ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের অনুসারী ও বিএনপির মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকদের মধ্যে রবিবার দফায় দফায় সংঘর্ষ, হামলা-ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নেতা তানজির আহমেদ আবিদ নিহত হয় ও ২৫-৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন। পরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন প্রত্যাশী পাঁচজনের মধ্যে তিনজন সিদ্ধান্ত মেনে নিলেও উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরন তা মেনে না নিয়ে আন্দোলন ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হন।

তিনি আরও অভিযোগ করেন, হিরণের অনুসারীরা রেলপথ, সড়কপথ অবরোধ করে অগ্নিসংযোগ ও জনদুর্ভোগ সৃষ্টি করে। ৮ নভেম্বর রাতে উত্তর বাজারস্থ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালানো হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই রাতে পুলিশ ২ জনকে আটক করে। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে ইসলামাবাদ মহল্লার পরিত্যক্ত একটি এনজিও অফিস থেকে ৩৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং ৪ জনকে আটক করা হয়।

৯ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন সমাবেশে অংশ নিতে পৌর শহরের পাটবাজার মোড়ে পৌঁছামাত্রই তাঁর গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করার অভিযোগ আনেন ভিপি শামছু।

তিনি আরও জানান, একইসময়ে কালীপুর এলাকায় উত্তর জেলা যুবদল ও পৌর যুবদল কার্যালয়ে হামলা, ভাঙচুর, দুই শতাধিক চেয়ার, পাঁচটি বড় চেয়ার, একটি টেবিল, একটি এলইডি টিভি লুট এবং শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়।

এছাড়া ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের অফিসে ফার্নিচার ভাঙচুরসহ ব্যানার ছিঁড়ে রাস্তায় অগ্নিসংযোগ করা হয়। মোটরসাইকেলের ওপরও হামলা চালিয়ে অর্ধশতাধিক বাইক ভাঙচুর করা হয়।

সংবাদ সম্মেলনে মোঃ শামছুল হক (ভিপি শামছু) এসব হামলা-ভাঙচুরের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।