রংপুরের পীরগঞ্জে প্রতিহিংসার শিকার দেড় বিঘা জমির আধা কাঁচা ধান

রংপুরের পীরগঞ্জে ভূয়া দলিলে জমি না পেয়ে দেড় বিঘা জমির কাঁচা ধান কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার গভীর রাতে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের বাসুদেবপুর মৌজায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

‎অভিযোগে জানা যায়, চৈত্রকোল ইউনিয়নের ভাবনচূড়া গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র সাহেব আলী (৩৮) পাশ্ববর্তী ভেন্ডাবাড়ী ইউনিয়নের মিল্কি গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ মিয়ার পুত্র ওবায়দুল ইসলামের নিকট বাসুদেবপুর মৌজায় জেএল নং- ১০, খতিয়ান নং- ৩, দাগ নং- ১১৪ এ ৭৫ শতাংশ জমি ক্রয় পূর্বক ধান চাষাবাদ করে আসছিলেন।

‎কিন্তু প্রতিবেশী ছিলিমপুর গ্রামের মৃত ফজলার রহমানের সহোদর পুত্র আব্দুল সালাম মিয়া (৫০), গোলাম মোস্তফা (৫২) ও শফিকুল ইসলাম (৬০) ওই জমি ক্রয়ের আগ্রহ প্রকাশ করে ব্যর্থ হয়। এদিকে ওই জমি সাহেব আলী ক্রয় করে দীর্ঘদিন চাষাবাদ করে আসছেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে ওই ৩ সহোদর ভাই। এক পর্যায়ে তারা প্রতিহিংসাবসত সাহেব আলীর জমি চাষাবাদে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকে।

‎গত ইরিধান মৌসুমেও তারা বলপূর্বক ওই জমির ধান কর্তন করে নিয়ে যায়। এ বিষয়ে সাহেব আলী বিচার প্রার্থী হলে গত ২৫ আগষ্ট ২০২৫ তারিখে গ্রাম্য আদালতে ৩ সহোদর ছালাম, গোলাম মোস্তফা ও শফিকুল ইসলাম নিজ অপকর্মের কথা স্বীকার করে ২৫ হাজার জরিমানা প্রদান করে এবং পরবর্তীতে এমন কাজ হবেনা মর্মে মুসলেকা দেয়। কিন্তু গত ১০ নভেম্বর রাতে আবারও আধা কাঁচা ধান কেটে নিয়ে যায় ওই ৩ সহোদর। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।