নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির ৬ মাসের কারাদন্ড

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে শ্রী নীপেন চন্দ্র পাল (২৮) নামে এক মাদক সেবিকে ৬মাসের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত নীপেন চন্দ্র পাল উপজেলার কাশিমপুর ঋষিপাড়া গ্রামের গোপাল চন্দ্র পালের ছেলে। তাকে মঙ্গলবারই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানাগেছে,নীপেন চন্দ্র পাল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে পরিবারের লোকজনদের প্রতি নানা ভাবে অত্যাচার-নির্যাতন করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধ উদঘাটিত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,সাজাপ্রাপ্ত নীপেনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















