শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্যেদিয়ে

কুড়িগ্রাম-৩ আসনের ধানের শীষের প্রার্থী তাসভীর উল ইসলামের নির্বাচনী প্রচার শুরু

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন কুড়িগ্রাম ৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফরেন এ্যাফেয়ার্স উপদেষ্টা কাউন্সিলের সদস্য,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা তাসভীর উল ইসলাম।

মঙ্লবার (১১ নভেম্বর) বিকালে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন সময় তার সঙ্গে ছিলেন উলিপুর উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবু আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ মেলেটারী,মোঃ মোহসীন আলী,এস,এম হাবিব নয়ন, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিকদল,
ওলামাদল নেতৃবৃন্দ।

এসময় তাসভীর উল ইসলাম বলেন, উলিপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন দেয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। উলিপুরের জনগনের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি উলিপুরে নদীভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্প কারখানা স্থাপন এবং শিক্ষা, চিকিৎসাসহ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ করবেন বলে জানান।