কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করব কখনও ভাবিনি: লুৎফুজ্জামান বাবর

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনও ভাবিনি, , আমার মৃত্যু দন্ড হয়েছিল, আপনাদের দোয়া ও ভালবাসায় আপনাদের বিশ্বাস ছিল সম্পূর্ণ আস্থা আর বিশ্বাসের জায়াগা। আর এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, পাশাপাশি আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির মনোনয়ন ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় নেত্রকোনার মদনে নেতাকর্মীদের বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় উপজেলা পাবলিক হল মাঠে মুক্ত মঞ্চে এ কথা বলেন।
তিনি আরও বলেন, মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ এলাকায় এসেছি। এজন্য মদন বাসীর কাছেও শুকরিয়া আদায় করছি। আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার জন্য রোজা রেখেছে, নামাজ পড়েছে তাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারব না।
গণ সংবর্ধনা ও সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি, মোঃ সেলিম কানায়েন,পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম।
নেত্রকোণা সদর উপজেলা বিএনপি সভাপতি মোঃ মজিবুর রহমান খান, খালিয়াজুরী উপজেলার সাবেক চেয়ারম্যান আঃ মান্নান, বিশেষ বক্তা, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি সাধারন সম্পাদক আঃ কাদির, জেলা যুব নেতা আব্দুল আল মামুন রনি প্রসূখ৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















