বাজারফান্ডের ভূমি হস্তান্তর ও বন্ধকী দলিল রেজিস্ট্রি কার্যক্রম পুনরায় চালু করার দাবিতে সংবাদ সম্মেলন

বাজার ফান্ড এর ভূমি হস্তান্তর ও বন্ধকী দলিল রেজিস্ট্রি কার্যক্রম পুনরায় চালু করার দাবিতে সাংবাদিক সম্মেলন রাঙ্গামাটি বাজার ফান্ড ভূমি অধিবার সংরক্ষণ কমিটি।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি রাঙ্গামাটি শহরের একটি স্থানীয় রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
রাঙ্গামাটি বাজার তহবিল ভূমি অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক এড. সাইফুল ইসলাম পনির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, মুজিবুর রহমান, মো. আব্দুল কুদ্দুস, সাইফুল ইসলাম শাকিল ওমর ফারুক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাজারফান্ড এলাকার এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখার স্বার্থে পূর্বের ন্যায় এ জেলার বাজার ফান্ড এলাকার আওতাভুক্ত বন্দোবস্তকৃত জমির হস্তান্তর ও বন্ধকী দলিল রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৪৮ ঘন্টার মধ্যে চালু করার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি নিষ্পত্তির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
তারা বলেন, যদি এই ৪৮ ঘন্টার মধ্যে কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্ত না পাওয়া যায়, তাহলে রাঙামাটির বাজার ফান্ডের বাসিন্দারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অস্তিত্ব রক্ষার জন্য মানববন্ধন, শাট ডাউন, হরতাল সহ কঠোর হতে কঠোরতর কর্মসূচী দিতে বাধ্য হবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















