রংপুরের পীরগঞ্জে ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরের পীরগঞ্জে উদযাপিত হলো রংপুর থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা ‘আমাদের প্রতিদিন’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে পত্রিকাটির উপজেলা প্রতিনিধি আজাদুল ইসলামের আয়োজনে শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পীরগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, গত নয় বছরে ‘আমাদের প্রতিদিন’ রংপুরসহ দেশের উন্নয়ন, সমস্যা ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
পত্রিকার ভবিষ্যৎ পরিকল্পনা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পাঠকদের আস্থা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। শেষে দেশের অগ্রগতি ও পত্রিকার সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন








