রংপুরের পীরগঞ্জে ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎রংপুরের পীরগঞ্জে উদযাপিত হলো রংপু‌র থে‌কে প্রকা‌শিত জনপ্রিয় পত্রিকা ‘আমাদের প্রতিদিন’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে প‌ত্রিকা‌টির উপ‌জেলা প্রতি‌নি‌ধি আজাদুল ইসলা‌মের আয়োজ‌নে শনিবার দুপু‌রে পীরগঞ্জ প্রেসক্লাব হলরু‌মে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে পীরগ‌ঞ্জে কর্মরত বি‌ভিন্ন প্রিন্ট ও ইলেক‌ট্রিক মি‌ডিয়ায় কর্মরত সাংবা‌দিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, গত নয় বছরে ‘আমাদের প্রতিদিন’ রংপু‌রসহ দে‌শের উন্নয়ন, সমস্যা ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

পত্রিকার ভবিষ্যৎ পরিকল্পনা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পাঠকদের আস্থা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। শেষে দেশের অগ্রগতি ও পত্রিকার সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।