আমার নির্বাচনী এলাকা মাদক ও জুয়া মুক্ত চাই: লুৎফুজ্জামান বাবর

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে মদন উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথ সভায় প্রধান অতিথি সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, আমার নির্বাচনী এলাকায় মাদক ও জুয়া চলবে না।

রোববার সকালে কাইটাইল ইউনিয়নের মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজনে এক পথ সভায় তিনি এসব কথা বলেন, নির্বাচন করতে পারব কখনও ভাবিনি, এক বছর আগেও ভাবি নাই, আমার কয়েকবার মৃত্যু দন্ড হয়েছিল, যদি শেখ হাসিনা সরকার ক্ষমতা আর ১ বছর থাকত তাহলে আমাকে মেরে ফেলত।

আপনাদের দোয়ায়, ভালবাসায় আপনাদের বিশ্বাস ছিল সম্পূর্ণ আস্থা আর বিশ্বাসের জায়াগা। আর এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, পাশাপাশি আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির মনোনয়ন ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় নেত্রকোনার মদন উপজেলার ইউনিয়নর পর্যায়ে নেতাকর্মী নিয়ে তিনি পথ সভা করেন।

এজন্য মদন বাসীর কাছেও শুকরিয়া আদায় করছি। কাইটাইল ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাথারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানে পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলার বিএনপি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সিনিয়র সহ সভাপতি আবু তাহের আজাদ।

সাংগঠনিক সম্পাদক, ফজলে এলাহী টুটন, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল যুব বিষক সম্পাদক কামরুল হাসান যুগ্ন সাধারন সম্পাদক আমান উল্লা সায়েম, পৌর বিএনপি সহ সভাপতি হাদিস মিয়া, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান প্রমুখ।

গত শুক্তবার হতে তিনি নিজ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচী পথ সভা করেন, ১৬ নভেম্বর কাইটাইল ইউনিয়নে মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়,বারড়ী বাজার, খাগুরীয়া ঈদহাগ মাঠ, জাওলা বাজার ও বটতলা বাজারে পথসভার মধো দিয়ে ৩ দিনের কর্মসূচি শেষ করে ঢাকা চলে যান।