মঠবাড়িয়ায় গ্রামীন ব্যাংকের এরিয়া অফিসে আগুন : থানায় জিডি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌর শহরে থাকা গ্রামীন ব্যাংকের এরিয়া অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংকটির এরিয়া ম্যানেজার আতিকুর রহমান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।মঠবাড়িয়া থানার জিডি নং-৯২৬ তাং-১৬/১১/২৫ ইং।

জিডিতে উল্লেখ করা হয়, ঘটনার পরপরই নৈশ প্রহরী আগুনের বিষয়টি প্রথমে এরিয়া ম্যানেজারকে জানায়।তিনি অবগত হয়ে ওই রাতেই প্রোগ্রাম অফিসার ও পিয়ন কাম গার্ডকে সাথে নিয়ে অফিসে ছুটে এসে দেখতে পান-পিছনের বারান্দায় ঝুলানো থাকা পুরাতন ১টি লুঙ্গিতে, পরিত্যক্ত থাকা ২০/২২টি লিগ্যাল/A-4 সাইজের কাগজের খালি প্যাকেটে ও একটি পুরাতন বাঁশের মাথায় কাপড় পেচিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে এবং এগুলোর কিছু অংশ পুড়ে গেছে। প্রথমে নৈশ প্রহরী দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়।ফলে অফিসের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি এবং গুরুত্বপূর্ণ কোন কাগজপত্র পুড়ে যায় নি।

খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) হেলাল উদ্দিন একাধিক অফিসার ও ফোর্স নিয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এছাড়াও গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থাও বিষয়টি খোঁজ খবর নিয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) হেলাল উদ্দিন জানান,এ ঘটনায় জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।