শেরপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “ তারুণ্যের উৎসব ২০২৫” অনুষ্ঠিত
তরুণ প্রজন্মকে ব্যাংকিং সম্পর্কে প্রাথমিক ধারণা, সঞ্চয় অভ্যাস গঠন ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আয়োজিত “তারুণ্যের উৎসব ২০২৫” এর অংশ হিসেবে শেরপুরে আর্থিক সাক্ষরতা বিষয়ক বিশেষ কর্মশালার আয়োজন করেন আইএফআইসি ব্যাংক।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে শেরপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
শেরপুর সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আঃ বাছেত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের শেরপুর ব্রাঞ্চ ম্যানেজার মো. সিরাজুস সালেকিন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. মাসুদুজ্জামান।
দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত কর্মশালাটিতে রিসোর্স পার্সন হিসেবে তরুণ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সঠিক অর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন আইএফআইসি ব্যাংকের শেরপুর জেলার ব্রাঞ্চ ম্যানেজার।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক বছরব্যাপী শহর থেকে প্রান্তিক অঞ্চল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সাক্ষরতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন









