জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রামীন সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পাঁচবিবির আয়োজন এডিবির অর্থায়নে কোর ভিত্তিক গ্রামীন সড়ক মাস্টার প্লান প্রনয়ণ আরসিআইপি, স্হানীয় সরকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ১৯ নভেম্বর বুধবারে বেলা ১১ টায় উপজেলা সম্প্রসারিত ভবনের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। প্রধান অতিথি হিসাবে ছিলেন নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, জয়পুরহাট, মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার। প্রধান আলোচক ছিলেন,পরামর্শক প্রতিষ্ঠান রাজশাহী বিভাগীয় অঞ্চলের বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিষ্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু।

আলোচক জন গুরুত্বের উপর নির্ভর করে পাঁচবিবি উপজেলার গ্রামীন এলাকায় অবস্হিত রাস্তা সমূহ অগ্রাধিকার নির্মাণ বিষয়ে আলোচনা করেন। উপজেলা প্রকৌশলী মোবারক হোসেনের পক্ষে সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলর সহসভাপতি জহুরুল আলম তরফদার রুকু, বিএনপি উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম ডালিম।

জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার আমির, ডাঃ সুজাউল ইসলাম, বিএনপি উপজেলা সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপি যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, আটাপুর ইউনিয়ন চেয়ারম্যান আসম আরেফিন চৌধুরী আবু, সমাজ সেবক ,অধ্যাপক শাহীন চৌধুরী, বিআরডিবির চেয়াম্যান প্রভাষক সাইদুর রহমান প্রমূখ।