নওগাঁর রাণীনগরে চোলায় মদসহ মাদক কারবারি আটক -২

নওগাঁর রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১০লিটার বাংলা চোলায় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। (১৮ নভেম্বর) মঙ্গলবার বিকেলে ৪নং পারইল ইউনিয়নের তালপুকুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
রাণীনগর থানার এসআই নাজমুল হক এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানটি পরিচালনা করেন।
অভিযানকালে ১০লিটার বাংলা চোলায় মদসহ মোট ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন পারইল তালপুকুর গ্রামের মৃত লগেন এর ছেলে লক্ষ্মণ সরকার(৪৪), একই গ্রামের নেপাল সরকারের স্ত্রী শ্রীমতী পলি রাণী (৩১)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু রায়হান বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’তাছাড়া গ্রেফতারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















