তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় পুনর্বহাল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই রায়কে দেশের ইতিহাসে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ আখ্যা দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, তা বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। এর ফলে শেখ হাসিনাকে স্বৈরাচারী শাসনের সুযোগ মিলেছিল।
জামায়াতের এই নেতা উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মূল ধারণা প্রথম প্রবর্তন করেছিলেন জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম। তার সেই দূরদর্শী প্রস্তাব আজ বাস্তবায়িত হয়েছে। তত্ত্বাবধায়কবিহীন বিগত নির্বাচনগুলো ইতিহাসে কলঙ্কিত হিসেবে বিবেচিত হয়েছে। আজকের রায়ের মাধ্যমে গণতন্ত্র আবার সঠিক ও ইতিবাচক পথে ফিরে এসেছে।
জুবায়ের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে জামায়াত। তিনি সতর্ক করে বলেন, যদি বিগত দিনের মতো নির্বাচনের পাঁয়তারা চালানো হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী তা প্রতিহত করবে।
জামায়াত নেতা এই রায়কে ‘নিরপেক্ষ নির্বাচনের নতুন যুগের সূচনা’ হিসেবে অভিহিত করে উল্লেখ করেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল। তিনি বলেন, রায়টি গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















