নেত্রকোনার মদনে স্বামী স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণার মদন উপজেলায় স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদন থানা পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর)রাতে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর এলাকায় মাদকব্যবসায়ী রবিউল ইসলামের বসতবাড়ি থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল ভারতীয় মদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন চান গাওঁ শাহাপুর গ্রামের মাদক ব্যবসায়ী রবিউল (২৯), তার স্ত্রী লাকী আক্তার (২৫) ও কেন্দুয়া উপজেলার ঘগড়া গ্রামের তাওহিদ মিয়ার ছেলে নূর আলম (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল উপজেলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। এর আগেও কয়েকবার তারা স্বামী-স্ত্রী পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ অভিযান চালিয়ে রবিউল, তার স্ত্রী লাকী আক্তার ও নুর আলমসহ তিনজনকে আটক করে ৬ শত পিস ইয়াবা ও ১৫ বোতল মদ সহ জব্দ করে।

এ বিষয়ে জানতে মদন থানা ওসি শামসুল আলম শাহ্ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৩ জন মাধক কারবারীকে গ্রেফতার করা হয়েছে,মাদক আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।