বগুড়ার শিবগঞ্জে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক কর্মসূচি পালিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও মানবিক কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মীর শাহে আলমের নির্দেশনায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর ও আশপাশের এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়, পরিবেশ রক্ষায় ডাস্টবিন স্থাপন করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে গরীব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা মাসুম। তিনি বলেন, “তারেক রহমান সবসময় স্বচ্ছ রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মসূচির ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর জন্মদিন উপলক্ষে আমরা পরিচ্ছন্নতা ও মানবিক সেবামূলক কর্মসূচি পালন করেছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, নেতা শাহিদুল ইসলাম সোহেল, জুয়েল হোসেন বাপ্পি, মেহেদী হাসান, বারিক মোল্লা, জনি মন্ডল, আইয়ুব কাজী, শাহিনুর ইসলাম শাহীন, মিজানুর রহমান, আব্দুর রউফ, ফারুক হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি হাসপাতালের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















