বগুড়ার শিবগঞ্জে আল-ফুরকান ইসলামী একাডেমীর বর্ষপূর্তিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরে অবস্থিত আল-ফুরকান ইসলামী একাডেমীর বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশ শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধ গঠনে এক গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।

বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পরিচালক বেনজীর আহম্মদ। তিনি বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল নয়, বরং নৈতিকতা ও মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ গড়ে তোলা।

আল-ফুরকান ইসলামী একাডেমী সেই লক্ষ্যেই প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের কো-অর্ডিনেটর হাশেমুজ্জামান সরকার, শিবগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবে রফিক, একাডেমীর পরিচালক সোহেল রানা, প্রধান শিক্ষক মুফতি মিনহাজুল ইসলাম ও প্রভাষক ময়নুল ইসলাম সজল।

বক্তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ই একটি আদর্শ প্রজন্ম গঠনের মূল চাবিকাঠি। শিক্ষার্থীদের চরিত্র গঠন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথিদের মন জয় করে নেয়। পরিশেষে দেশ, জাতি ও একাডেমীর সার্বিক অগ্রগতির কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।