নওগাঁয় শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নওগাঁয় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ নভেম্বর) বেলা ২ টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মাদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসকের সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন,নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম,, টি.এম.এ. মমিন উপপরিচালক (স্থানীয় সরকার), সোহেল রানা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),সাদিয়া আফরিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ মাসুদুল হক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

জান্নাত আরা তিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অনামিকা নজরুল অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), সহ জেলার পিন্টি ও এলেকট্রিনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ গন্যমান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, দিবস দুটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।

এ উপলক্ষে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রাতে আলোকসজ্জা করা হবে। ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮ টায় নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ এরপর জেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজ, ডিসপ্লে এবং ঐ দিনি বিজয় মেলার উদ্বোধন করা হবে।